প্রকাশিত হয়েছে Mar 27, 2024
Translation (For MAT Preparation)
Share this post

Last Minute Preparation (Admission English)

Topic: Translation


1. আমি গতকাল তোমার চিঠি পেয়েছি।- I received your letter yesterday.

2. মনে হয় আজ আকাশ মেঘাচ্ছন্ন।- The sky seems to be cloudy today.

3. ব্যবসা ও যোগাযোগ প্রযুক্তি খাতে সাইবার হুমকি বাড়ছে।- Cyber threat in communication technology sectors is increasing.

4. দলনেতা হাতেনাতে ধরা পড়েছে।-The ring/team leader was caught red- handed.

5. জনতা নেতাকে জায়গা করে দিল।- The crowd made way for the leader.

6. সে তোমাকে দিয়ে এটি করাতে পারে।- He can make you do this. [ঢাবি, ঘ ২০০০-০১]

7. আমি তাকে যেতে দিব।

- I will let him go. [JUST 11-12]

8. আমি কাজটি করিয়েছি। [IU 04] - I have got the work done.

9. আমরা তাকে রাতে বাইরে যেতে দেইনি। [CU, B-05]

- We didn't let her go outside at night.

10. কি করুণ দৃশ্য!

- What a pathetic sight it is!

11. আমাদেরকে প্রমাণ দেখাতে হয়েছিলো- We had to show evidence.

12. আমরা তাকে শাস্তি দেওয়াবো।- We will have him punished.

13. হেলাল সাহেব তার ভাতিজাকে দিয়ে কাজ করিয়ে নেন- Mr. Helal has his work done by his nephew.

14. আমি বইটি কিনিয়ে নিবো।- I will have the book bought.

15. He had his hair cut by barber yesterday.

- গতকাল সে নাপিতকে দিয়ে চুল কাটিয়ে নিয়েছ16. You could help him understand the problem.

- তুমি তাকে সমস্যাটি বুঝতে সাহায্য করতে পারতে।

17. মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব

- Man is the best creation of Allah.

18. The farmers grow rice, jute & other crops.

- কৃষকরা ধান, পাট ও অন্যান্য শস্য জন্মায়।

19. I had my car repaired.

- আমি আমার গাড়ী মেরামত করিয়ে নিলাম

20. সে হাসিতে হাসিতে ঘরে ঢুকিলো।

- He entered the room laughing.

21. আবহাওয়া অনুকূলে থাকায় নাবিকরা গভীর সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন- The weather being favorable, the sailors sailed out for the deep sea.

22. ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো।

- The boy came to me crying.

23. সূর্য অস্ত যাওয়ার পরে তিনি বাসায় ফিরলেন- The sun having sat, he returned home.

24. খেলাধুলা শেষ করে খেলোয়াড়রা মাঠ ত্যাগ করলো- Having finished the game, the players left the field.

25. ক্লান্ত হওয়ায় তিনি সেদিন তাড়াতাড়ি বাসায় চলে গিয়েছ- Being tired, he went home early that day.

26. যৌতুক দাবী করিয়া লোকটি বিপদে পড়েছেন- Demanding dowry, the man has fallen in danger.

27. রাতের খাবার খেয়ে দিনা পড়তে বসলো- Having taken supper, Dina sat for study.

28. ধানমন্ডিতে অবস্থিত হাসপাতালটি বেশ ব্যয়বহুল।- The hospital located at Dhanmondi is quite expensive.

29. অর্ধসমাপ্ত কাজ কোন ভালো ফলাফল বয়ে আনে না।- Half finished work doesn't bring any good result.

30. পুলিশ খালে পতিত গাড়ীটি উদ্ধার করেছে।- The police have rescued the car fallen in the canal.

31. তিনি উপন্যাস পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল- He fell asleep reading the novel.

32. অনেক দোকানদার বিক্রিত মালামাল ফেরত নেয়না।

- Many shopkeepers don't take sold goods back.

33. বৃষ্টির দিন হওয়ায় আমরা সেদিন সময়মত গন্তব্যে পৌঁছাতে পারি ন- Being a rainy day we could not reach destination.

34. তুমি আমাকে এটি আগে দিতে পারলে ভালো হতো।

- It would have been better if you could give it to me earlier. [ঢাবি, খ ইউনিট ২০১৪-১৫]

35. আমি তোমার জায়গায় হলে ঝুঁকিটি নিতাম না- If were in your shoes, I would not have taken the risk. [ঢাবি, খ ইউনিট ২০১৩-১৪]

36. আমি যদি তোমার জায়গায় হতাম- If I were in your shoes. (চাবি, খ ইউনিট ২০১০-১১)

37. আমার যদি পাখির মতো ডানা থাকতো!

- Had I the wings of bird!

38. সেদিন যদি বৃষ্টি হতো তা হলে আমরা পিকনিকে যেতাম না।

- We would not have gone to the picnic if it had rained that day.

39. সম্ভব হলে একটি বেড়িয়ে যেও- If possible, please drop by.

40. আমাদের দেশে যদি তেলের খনি পাওয়া যেত!- If we had found oil mines in out country!

41. আমি যদি আবার শিশু হতে পারতাম।

- Would that I could be a child again!

42. তোমার সাহায্য ছাড়া এ কাজ করা সম্ভব হতো ना।- This work would not have been possible without your help.

43. আমি যদি রাজা হতাম তাহলে রোম জয় করতাম।- If I were a king, I would conquer Rome.

44. আমি যদি পাখি হতাম তাহলে আকাশে উড়ে বেড়াতাম- Were I a bird, I would fly in the sky.

45. পানিকে যদি ১০০ ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তবে তা বাষ্পে পরিণত হয- If water heats at 100 degrees, it boils.

46. যদি তোমার যথেষ্ট প্রস্তুতি থাকতো তবে অংকটি করতে পারতে।

- You could have done the sum if you had taken much preparation.

47. জন যদি আসে তবে আমি গ্রামটি পরিদর্শন করবো।

- If John comes, I will visit the village,

48. সে আমার চেয়ে শক্তিমান।- He is stronger than I. [DU-C-19-20]

49. মেয়েটি তার মায়ের মতই বুদ্ধিমান- The girl is as intelligent as her mother. [KU-Biology School-07-08]

50. যত বেশি কথা বলবে, তত কম বুঝবে। [রা,বি, জ ১৪-১৫]

- The more you speak, the less you understand.

51. আমার ভাই আমার চেয়ে দুই বছরের বড়- My brother is two years older than I.

52. কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত।- Cox's Bazar Sea Beach is the longest sea beach in the world.

53. ঢাকা বাংলাদেশের যেকোন শহরের চেয়ে অধিকতর ব্যস্ত।- Dhaka is busier than any other city in Bangladesh.

54. অতিথি পাখি সকল দেশি পাখির চেয়ে দ্রুত উড়ে- The guest birds run faster than any other local birds/ all other local birds.

55. আমরা তাদের মত অত সুখী না।

- We are not so happy as they.

56. রফিক ক্লাসের সবচেয়ে লম্বা বালক।- Rafiq is the tallest boy in the class.

57. ট্রেনটি সময়মত চলছে।- The train is running on time. [RU 17-18]

58. গ্রামখানি মেঘে ঢাকা।

- The village is covered with the clouds. [RU 11-12]

59. The train had reached Dhaka in time.

- ট্রেনটি ঠিক সময়ে ঢাকা পৌছেছিল। [জাতীয় বিশ্ববিদ্যালয় ১১-১60. He is dead against me.

- সে আমার ঘোর বিরোধী। [জা.বি. আইন-২০১২-১৩]

61. ২০০৪ সালে বাড়িটি বানানো হয়েছে- The house was built in 2004.

62. তিনি খুব সকালে ঘুম থেকে উঠেন।

- He gets up from sleep very early in the morning.

63. অতঃপর তিনি প্রার্থনা শেষে প্রাতঃরাশ করেন।

- Then he takes his breakfast after prayer.

64. ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল।- I was informed of the matter.

65. আপনি কার কথা বলিতেছেন?

- Whom are you speaking of?

66. আমিও স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলাম।- I also took part in freedom fighting.

67. সে একাই একশ।

- He is host in himself.

68. চাঁদেরও খুঁত আছে।

- There are spots even on the Moon.

69. অলস বসে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গেছি।- I am sick of sitting idle.

70. সে যাব যাব করছে।

- He is thinking of going.

71. একথা শুনে তিনি কেঁদে ফেললেন।

- On hearing this, he burst out crying. [BSMRSTU - D 18]

72. প্রত্যেকে তার সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করত।- Everybody cried up her beauty. [DU A 17-18]

73. মীনা খিল খিল করে হেসে উঠল। [JUST 10-11)

- Mina burst into a giggle.

74. ডাক্তার ডাক। [Medical 17-18]

- Call in a doctor.

75. আমাদের মনে হয় দুর্বলতা ছিল।- We seemed to have weakness.

76. ছেলেটি অংকে কাঁচা/দুর্বল।

- The boy is weak at mathematics.

77. জুতা জোড়া খুব দামী ও সুন্দর।- This pair of shoes is very costly and nice.

78. ক্লাসে গোলমাল করো না।

- Do not make noise in the class.

79. গাছটিতে ফুল ফুটেছে।

- The tree is in flower.

80. হাতি বাঁচলেও লাখ টাকা মরলেও লাখ টাকা।

- The ruins of greatness are great. [রাবি ১৮-১৯।

81. ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়- A burnt child dreads the fire. [RU 2009-2010]

82. আগে ঘর তবে তো পর। [খু.বি. এস ইউনিট ২০১৪-১৫]

- Charity begins at home.

83. মুখে বুলি লম্বা, কাজে অষ্টরম্ভা। (রাবি-মার্কেটিং-০৫)

- Great talkers are little doers.

84. যদিও প্রথমে সেখানে মজা হচ্ছিল কিন্তু দ্রুতই নতুনত্ব মিলিয়ে গেল।- It was fun working there at first but novelty soon wore off.

85. ট্রেনটি ঢাকা যাবে।

- The train is bound for Dhaka.

86. তাকে আমার অসহ্য লাগে।

- I am sick of him.

87. মেঘ কেটে গেল।

- The clouds rolled away.

88. রোগী আরোগ্য লাভ করিয়াছে।- The patient has come round.

89. এই সংবাদটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল- This news was published in the newspaper.

90. বালকটি তার বাবার মত।

- The boy takes after his father.

91. সে হাড়ে হাড়ে বদমাশ- He is wicked to the backbone.

92. শত্রুকে খাটো করে দেখো না।

- Do not cry down your enemy.

93. ওকে বসার জায়গা দাও।- Please make room for her.

94. এটা একটা আষাড়ে গল্প।- It is a cock and bull story. [RU C 19-20]

95. যেমন কর্ম তেমন ফল।

- As you sow, so you reap. (RU C 12-13]

96. সে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। [RU E 18-19- He found himself at his wit's end.

97. দুর্দিনের জন্য সঞ্চয় কর। [RU 17-18]- Save something for rainy days.

98. অতি আদরে ছেলেটি গোল্লায় গেছে।- Too much indulgence has spoiled the boy.

99. উলু বনে মুক্ত ছড়ানো।- To throw pearls before swine.

100. তেলা মাথায় তেল দেওয়া- To carry coal to Newcastle.

101. সে ঘোলা জলে মাছ শিকার করতে চেয়েছিল।- He wanted to fish in the troubled water.

102. সাবধানের মার নেই।

- Precaution costs nothing.

103. সে এসেছিল বন্ধুবেশে।

- He came in the guise of a friend.

104. অজ্ঞতা অন্ধকারের সামিল।

- Ignorance is like darkness.

105. তাকে তিরস্কার করা হয়েছিল।- He was taken to task.

106. বর্ষা আরম্ভ হয়েছে।- The rains have set in.

107. পলকের মধ্যে রেবা উধাও হয়ে গেল।- Off went Reba in the twinkling of an eye.

108. গায়কের কণ্ঠ খুব সুরেলা।- The singer has a very sonorous voice. [DU-B-17]

109. দেশপ্রেম ঈমানের অঙ্গ।

- Patriotism is a part of faith. [RU-Law-11]

110. কেটলিতে পানি টগবগ করছে।

- The water is simmering the kettle.

111. গুজবে কান দেওয়া উচিত নয়। [IU-Law-11- One should not pay heed to rumors.

112. তুমি পূর্বে কখনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছ কি? [RU 17-18- Have you ever been to Rajshahi University?

113. আমরা ছোটবেলা থেকেই ইংরেজি শিখছি।

- We have been learning English since our childhood. (BSMRSTU D 16-17]

114. স্মার্টফোন এক সময় জনপ্রিয়তা হারাবে। [DU A 17-18- Smartphones will lose their popularity someday.

115. তুমি কি আজ রাতে আসবে? [Medical 17-18]

- Will you come tonight?

116. তুমি কবে বইটি পড়া শেষ করবে?- When will you finish reading the book?

117. সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে- It has been drizzling since morning.

118. মনজু সাঁতার কাটতে জানে।

- Monju knows how to swim.

119. ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল।

- The patient had died before the doctor came.

120. মুষলধারে বৃষ্টি হচ্ছে।

- It is raining cats and dogs


পড়া শেষ এ Done লিখবে।।